সালথা প্রতিনিধি : শাহানশাহে তরিকত বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সুফী ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও বিশ্ব ইসলামী মহা সম্মেলন ২০২৫ উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়ন জাকের পার্টির দাওয়াতী মিশন সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার দুপুরে ইউনিয়নের জয়ঝাপ গ্রামে মরহুম আব্দুর রশিদ ডাক্তারের বাড়িতে এই দাওয়াতী মিশন সভা অনুষ্ঠিত হয়।

এসময় জাকের পার্টি ফরিদপুর জেলা-২ এর সভাপতি মোঃ ফজলুল হক, উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ সরোয়ার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মোঃ শাহিদ আলী শিকদারসহ উপজেলা ও ইউনিয়ন জাকের পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, মহা পবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবের নির্দেশে সর্বত্র জাকের পার্টির মিশন সভা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৮,৯,১০,১১ ফেব্রুয়ারী বিশ্ব ওরস শরীফ অনুষ্ঠিত হবে। মহা পবিত্র বিশ্ব উরস শরীফে সকলে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের হুকুমে ঐক্যবদ্ধ ভাবে খেদমত করার আহ্বান জানান।

(এন/এসপি/জানুয়ারি ১৮, ২০২৫)