নড়াইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় বৃষ্টি বিশ্বাস (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে সদর উপজেলার শিমুলিয়া গ্রামের নিজ ঘর থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই লাশটি উদ্ধার করা হয়।
বৃষ্টি বিশ্বাস শিমুলিয়া গ্রামের লিয়ন বিশ্বাসের স্ত্রী। তার বাবার বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলায়।
নড়াইল সদর থানা পুলিশের ওসি মো. সাজেদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে পরিবারের লোকজন বৃষ্টিকে নিজ শোবার ঘরে শাড়ি পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠায়। এর আগে ওই দিন বিকেলে একমাত্র সন্তানকে নিয়ে স্বামী লিয়নের সঙ্গে এলাকার একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন বৃষ্টি। সন্ধ্যায় বাড়িতে ফিরে নিজ ঘরে ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ঝুলন্ত অবস্থায় পাওয়া মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(আরএম/এএস/জানুয়ারি ১৮, ২০২৫)