টানা তৃতীয় বছরে জনসংখ্যা কমলো চীনে
আন্তর্জাতিক ডেস্ক : চীনে টানা তৃতীয় বছরে জনসংখ্যা কমেছে। কারণ দেশটিতে জন্মহারের চেয়ে মৃত্যু বেশি। বিশেষজ্ঞরা জানিয়েছে, আসন্ন বছরগুলোতে এই সংকট আরও প্রকট হতে পারে।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২০২৪ সালে দেশটির জনসংখ্যা ১ দশমিক ৩৯ মিলিয়ন কমে ১ দশমিক ৪০৮ বিলিয়নে দাঁড়িয়েছে। ২০২৩ সালে চীনের জনসংখ্যা ছিল ১ দশমিক ৪০৯ বিলিয়ন।
কর্মী ও ভোক্তা কমার কারণে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে উদ্বেগ বাড়ছে। তাছাড়া বয়স্কদের সেবায় বাড়তি খরচ ও অবসরজনিত সুবিধার কারণে এরই মধ্যে ঋণে জর্জরিত দেশটির স্থানীয় সরকার আরও চাপে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটিতে ২০২৪ সালে মোট ৯ দশমিক ৫৪ মিলিয়ন শিশুর জন্ম হয়, যা আগের বছর ছিল ৯ দশমিক শূন্য ২ মিলিয়ন। এক্ষেত্রে দেখা যাচ্ছে জন্মহার কিছুটা বেড়েছে।
অন্যদিকে ২০২৪ সালে দেশটিতে ১০ দশমিক ৯৩ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ১১ দশমিক ১ মিলিয়ন।
১৯৮০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত চীনে এক সন্তান নীতি কার্যকর ছিল। মূলত জনসংখ্যা কমার ক্ষেত্রে এই নীতিকে দায়ী করা হয়। তাছাড়া দ্রুত নগরায়নও এক্ষেত্রে ভূমিকা রেখেছে।
তথ্যসূত্র : রয়টার্স
(ওএস/এএস/জানুয়ারি ১৭, ২০২৫)