সালথায় গণঅধিকার পরিষদের লিফলেট বিতরণ
সালথা প্রতিনিধি : ছাত্র-জনতার গণঅভ্যুথানের অন্যতম মহানায়ক ভিপি নুরুল হক নুরের নির্দেশে ফরিদপুরের সালথায় লিফলেট বিতরণ ও যোগদান কর্মসূচি পালন করেছে উপজেলা গণঅধিকার পরিষদ।
গণঅধিকার পরিষদ সালথা উপজেলা শাখার আয়োজনে আজ শুক্রবার বিকেলে সালথা সদর বাজারে লিফলেট বিতরণ ও নিজ কার্যালয়ে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের সালথা উপজেলার আহ্বায়ক ফারুক ফকির, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হারুন অর রশিদ, ফরিদপুর জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভান্ডারী, সহ-সভাপতি এনায়েত মৃধা, বোয়ালমারী উপজেলার সদস্য সচিব মতিউর রহমান, সালথা উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হেদায়েত উল্লাহ, আবুল কাশেম মোল্লা ইমরান, সদস্য সচিব সজীব আল হোসাইন, অর্থ সম্পাদক সোহেল মোল্যা প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকা হতে গণঅধিকার পরিষদ ও অন্যান্য সহযোগি সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
(এএন/এসপি/জানুয়ারি ১৭, ২০২৫)