মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকের ধাক্কায় সোহাগ হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার বাগোয়ান ফজলুল হক গার্লস কলেজ যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত সোহাগ হোসেন কুষ্টিয়ার ভেড়ামারা মির্জাপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা বলেন, যাত্রী ছাউনির সামনে একটি ট্রাক মোটরসাইকেলের পিছনে ধাক্কা দিলে এতে আরোহী সোহাগ ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে পিছন থেকে ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় সে। স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ওসি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ট্রাকের ড্রাইভার পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।

(এমজে/এসপি/জানুয়ারি ১৭, ২০২৫)