তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী গোপালগঞ্জ জেলা সংসদের চতুর্দশ দ্বিবার্ষিক সম্মেলন আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। 

এদিন শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাড. হরেন্দ্র নাথ মন্ডল।

উদীচী গোপালগঞ্জ জেলা সংসদের সভাপতি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় উদীচীর সহসভাপতি অধ্যাপক আব্দুল মোতালিব, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সদস্য মৌমিতা জান্নাত, জেলা উদীচীর সাধারণ সম্পাদক আনিচুর রহমান রাজু বক্তব্য রাখেন।

এসময় গোপালগঞ্জ জেলা উদীচীর সহসভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডল, উদীচীর কোটালীপড়া, কাশিয়ানী ও রঘুনাথপুর শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে নাজমুল ইসলামকে সভাপতি ও আনিচুর রহমান রাজুকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়।

(টিবি/এসপি/জানুয়ারি ১৭, ২০২৫)