যুক্তরাজ্য-ইউক্রেনের ১০০ বছরের ‘যুগান্তকারী’ চুক্তি
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সঙ্গে ১০০ বছরের অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে কিয়েভকে আরও সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তাছাড়া ইউক্রেনের মিত্রদের সঙ্গেও কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বৃহস্পতিবারের এই চুক্তিকে ঐতিহাসিক বলে প্রশংসা করেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে যুক্তরাজ্য ইউক্রেনের অন্যতম বড় সামরিক সমর্থক হিসেবে কাজ করেছে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন স্টারমার। সে সময় ‘১০০ বছরের অংশীদারিত্ব’ চুক্তি সই করেন দুই নেতা।
এই চুক্তির মাধ্যমে কিয়েভকে আরও সমর্থন দেওয়ার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেই সঙ্গে রাশিয়ার সাথে যুদ্ধবিরতি আলোচনা হলে কিয়েভকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার কথাও বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
গত বছরের জুলাইয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটিই স্টারমারের প্রথম ইউক্রেন সফর। এই সফরে দুই দেশের মধ্যে আগের চেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরেন তিনি। স্টারমার বলেন, যুদ্ধ বন্ধের যেকোনো চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা ও স্বাধীনতার নিশ্চয়তা থাকতে হবে।
এদিকে, সোমবার (২০ জানুয়ারি) শপথ নিতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় প্রায় তিন বছর ধরে চলে আসা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দেন। এরই মধ্যে ট্রাম্প জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ‘অতি শিগগির’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এমন কিছু ঘটলে সেটা হবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ দুই নেতার মধ্যে প্রথম বৈঠক।
তথ্যসূত্র : রয়টার্স
(ওএস/এএস/জানুয়ারি ১৭, ২০২৫)