যুবলীগ নেতার বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
![](https://www.u71news.com/article_images/2025/01/17/kotalipara-photo(2).jpg)
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের যুবলীগ নেতার বিরুদ্ধে রুবেল মোল্লা (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
যুবলীগ নেতার নির্যাতনে নিহত রুবেল মোল্লার পরিবারে বইছে এখন শোকের মাতম। স্বজনকে হারিয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে রুবেলের পরিবারের সদস্যদের।
নিহত রুবেল মোল্লা কোটালীপাড়া উপজেলার বান্ধবাড়ি ইউনিয়নের মধুর নাগরা গ্রামের কৃষক রহিম মোল্লার ছেলে। অভিযুক্ত যুবলীগ নেতা কাবুল মোল্লা একই গ্রামের ছাদেক মোল্লার ছেলে ও বান্ধাবাড়ি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।
জানাগেছে, চলতি মাসের ১২ জানুয়ারি বোরে ক্ষেতে পানি দেওয়া নিয়ে কাবুল মোল্লার সাথে রুবেল মোল্লার কথাকাটাকাটি হয়। এই কথাকাটাকাটির এক পর্যায়ে কাবুল মোল্লা পিটিয়ে রুবেল মোল্লাকে আহত করে।
এ ঘটনার পর রুবেল মোল্লা স্থানীয় বাজারের এক পল্লী চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করেন। এরপর গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় রুবেল মোল্লার বুকেব্যথা ও নাকমুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হলে পরিবারের লোকজন রুবেল মোল্লাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ঘন্টা চিকিৎসা শেষে রুবেল মোল্লা মারাযায় বলে জানিয়েছেন তার চাচাতো ভাই রমজান মোল্লা।
তিনি বলেন, আমার চাচাতো ভাই রুবেলের কোন রোগ ছিলনা। ৬ মাস আগে সে বিয়ে করেছে। সামান্য ক্ষেতে পানি দেওয়ার অপরাধে যুবলীগ নেতাকাবুল মোল্লা আমার ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে। রুবেলের সদ্য বিবাহিত এই স্ত্রীর এখন কি হবে?
রুবেল মোল্লার বোন লাইজু খানম বলেন, আমার ভাই রুবেল মারা যাওয়ার পরের দিন কাবুলের স্ত্রী লিপি বেগম আমাদের বাড়িতে এসে আমার মা-বাবার কাছে মাফ চেয়েছে। এটাকি কোন সমাধাণ নয় ? আমরা আমাদের ভাই হত্যার বিচার চাই। আমাকে ফাঁসাতে মিথ্যা ও বানোয়াট ঘটনা প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে যুবলীগ নেতা কাবুল মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ধান ক্ষেতেপানি দেওয়া নিয়ে আমার সাথে রুবেল মোল্লার কথাকাটাকাটি হয়েছে মাত্র। তবে আমিতাকে কোন মারধর করিনি।
কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এমএস/এএস/জানুয়ারি ১৭, ২০২৫)