ধামরাইয়ে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার
দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে খাদের পানিতে ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে ধামরাইয়ের জয়পুরা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে খাদের পানিতে ভাসমান লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে ধামরাই থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন ছিল না। গায়ে কালো জ্যাকেট ও প্যান্ট পরিহিত ছিল। তার পরিচয় উদ্ধার ও মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
(ডিসিপি/এএস/জানুয়ারি ১৬, ২০২৫)