বিদেশ থেকে বাড়িতে এসেই দেখলো স্ত্রীর ঝুলন্ত মরদেহ
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে দীর্ঘ ৯ বছর পর বিদেশ থেকে স্বামী আলামিন বাড়ীতে এসে দেখলো স্ত্রী পপি (৩০) এর ঝুলন্ত মরা দেহ। নিহত পপি হলো দেবগ্রাম পূর্ব তেনাপোচা জটু মিস্ত্রির পাড়ার আলামিনের স্ত্রী। ইরাক থেকে আজই দেশে ফিরছেন আলামিন। আদিব মন্ডল (১৩)নামে একটি ছেলে সন্তান রয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে দেবগ্রাম পূর্ব তেনাপোচা জটু মিস্তির পাড়ায় এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, দেবগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পূর্ব তেনাপোচা জটু মিস্ত্রীর পাড়ায় নিজের বসত পাকা টিনশেড ঘরের দক্ষিণ পাশের রুমের মধ্যে কাঠের আড়ার সাথে নিজ পরনের কাপড় পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
স্বামী আলামিন দীর্ঘ ৯ বছর পরে বিদেশ থেকে বাড়িতে এসে স্ত্রীকে ঝুলে থাকতে দেখে চিৎকার দিলে পরিবারের লোকজন এসে লোহার শাবল দিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঝুলন্ত পপিকে নিচে নামায়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন।
(একে/এসপি/জানুয়ারি ১৬, ২০২৫)