রাজৈরে অবৈধ দখলের প্রতিবাদে গীয়াস মেম্বারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈরে ঘরবাড়ি জায়গা জমি অবৈধভাবে দখলের প্রতিবাদে রাজৈর ইউনিয়ন পরিষদের সাবেক কমিশনার আওয়ামী লীগ নেতা গীয়াস উদ্দিন বেপারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বেপারীপাড়ায় ভুক্তভোগী কবির হোসেনের আয়োজনে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কবির হোসেন সাংবাদিকদের অভিযোগ করে জানান, রাজৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বেপারী পাড়ায় আমার দলিলকৃত ২১ শতাংশ জমি হতে ১৫ শতাংশ জায়গা জমি জোর করে অবৈধভাবে দখল করে নেয় এবং আমাদের বিভিন্ন ভাবে হুমকি দেয়।
ভুক্তভোগী সরকারের কাছে দাবি জানান, ভুমি দশ্যু গীয়াস উদ্দিন বেপারী কাছ থেকে তার নিজ দলিলকৃত উল্লেখিত ঘরবাড়ি জায়গা জমি ফেরত পায় ও গীয়াস উদ্দিন বেপারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।
(বিডি/এসপি/জানুয়ারি ১৬, ২০২৫)