ত্রিশালে জেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ত্রিশাল উপজেলা চত্ত্বরে এই কম্বল বিতরণ করা হয়।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুলা আল বাকীউল বারী সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ এবং ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদ এসময় উপস্থিত ছিলেন।
এরপর দরিদ্র ও ছিন্নমূল শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।
(এনআরকে/এসপি/জানুয়ারি ১৬, ২০২৫)