সালথা (ফরিদপুর) প্রতিনিধি : "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগান সামনে রেখে ফরিদপুরের সালথায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার, উপজেলা প্রকৌশলী মোঃ আবু জাফর মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
এ সময় বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মশালায় অংশগ্রহন করেন।
(এএনএইচ/এএস/জানুয়ারি ১৬, ২০২৫)