শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে উপজেলা হলরুমে মেলাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা।

আরোও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ূন কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার প্রমুখ। এছাড়াও মেলায় শিক্ষক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু। ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ, মহিলা ডিগ্রি কলেজ ও মহিলা মাদ্রাসাসহ উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে।

(এসআই/এসপি/জানুয়ারি ১৫, ২০২৫)