ফরিদপুরে মাটিচাপা শ্রমিককে জীবিত উদ্ধার
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় একটি বহুতল ভবন নির্মাণের সময় মাটি ধসে শ্রমিক রুবেল শেখ (২৩) মাটির নীচে চাপা পড়ে যান। খবর পেয়ে স্হানীয় এলাকাবাসী ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় বিশ মিনিট চেষ্টা চালিয়ে তাকে জীবিত উদ্ধার করে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে আলফাডাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ড শ্রীরামপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। রুবেল শেখ উপজেলার শ্রীরামপুর এলাকার মাফুজার শেখের ছেলে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর থেকে ৭/৮ জন শ্রমিক মোশারফ হোসেন নামে এক শিক্ষকের নির্মাণাধীন বহুতল ভবনের (১২ ফুট উচ্চতা, ১৮ ফুট লম্বা, ১৫ ফিট চওড়া) সেফটি ট্যাংকির মাটি কাটার কাজ করছিলেন। সকাল আটটার দিকে ট্যাংকির জন্য খোঁড়া গভীর গর্তের নীচে নেমে শ্রমিক রুবেল শেখ ঝুঁকিপূর্ন জায়গায় মাটি কাটতে থাকেন। এমন সময় হঠাৎ তার ওপর স্তপ করে রাখা মাটির দেওয়াল ভেঙ্গে পড়লে মাটি চাপা পড়েন তিনি।এসময় কাজে থাকা অন্যান্য শ্রমিকদের চিৎকারে স্হানীয়রা এগিয়ে আসেন। খবর দেওয়া হয় ফায়ার সার্বিসকেও। এরপর সহকর্মী শ্রমিক, স্থানীয় জনসাধারণ ও ফায়ার সার্ভিসের প্রায় বিশ থেকে বাইশ মিনিটের প্রচেষ্টায় রুবেলকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
কামাল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ওপর থেকে মাটি কাটতে কাটতে নীচের অংশে একটু বেশি ভিতরের মাটি কেটে ফেলায় ওপর থেকে মাটি দেওয়াল ভেঙ্গে পড়ে চাপা পড়ে রুবেল।
আলফাডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন সাব অফিসার মো.আসলাম হোসেন খন্দকার জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মাটিচাপায় আটকা পড়া শ্রমিক রুবেল শেখকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করি।
এ বিষয়ে ওই হাসপাতালে চিকিৎসক ডা. আবিদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা শ্রমিক রুবেলকে হাসপাতালে আনার পরে তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। জটিল কোনো সমস্যা নেই ভালো আছেন, শংকামুক্ত আছেন।'
এদিকে, নির্মাণ কাজে দুর্ঘটনা এড়াতে নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে সুদক্ষ প্রকৌশলীর করা প্লান ফলো করা সহ নির্মাণ শ্রমিকদের ঝুকিপূর্ণ কাজে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে মালিকপক্ষকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস।
(আরআর/এএস/জানুয়ারি ১৫, ২০২৫)