বাগেরহাটে পাঁচ সংস্কৃতিকর্মীকে সম্মাননা
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের শিল্প-সংষ্কৃতিকে সমৃদ্ধতে গুরুত্বপূর্ণ আবদান রাখায় পাঁচজন গুণি সষ্কৃতি কর্মীকে সম্মাননা দেয়া হয়েছে।
গত সোমবার রাতে শহরের এসিলাহা মিলনায়তনে বাগেরহাট জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়।
সরকারিভাবে পাঁচটি ক্যাটাগরিকে সম্মাননাপ্রাপ্ত পাঁচজন গুণিসষ্কৃতি কর্মীরা হলেন, কন্ঠ ও সংগীতে আলী মোজেজ আহমেদ, যাত্রাপালা আব্দুল গনি বরকন্দাজ, ফটোগ্রাফিতে চ্যানেল ২৪ টিভির জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, নৃত্যকলায় কোহিনুর আক্তার ও সৃজনশীল সংগঠন হিসেবে বাগেরহাট ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ বনি।
গত বছরের শ্রেষ্ট এসব গুণি সষ্কৃতিকর্মীদের ফুলেল শুভেচ্ছাসহ উত্তরীয় ২০ হাজার টাকার চেক, সনদপত্র ও মেডেল প্রদান করা হয়।
বাগেরহাট জেলা জেলা কালচারাল অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মো. মোজাফফর হোসেন, অধ্যাপক বুলবুল কবির, বাগেরহাট প্রেসক্লার সভাপতি মো. কামরুজ্জামান প্রমুখ।
(এস/এসপি/জানুয়ারি ১৪, ২০২৫)