রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর পৌরসভার উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ফরিদপুর পৌরসভার সভাকক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক চৌধুরী রওশন ইসলাম। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী শামসুল আলম, ফরিদপুর পৌরসভার সচিব ও পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আহাদুজ্জামান, বাজার পরিদর্শক ‌মো. কাউছার খান। এ সময় পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মশালায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের ভাবনা নিয়ে বিশদ আলোচনা ও উপস্থিত ব্যক্তিবর্গের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয়।

(আরআর/এসপি/জানুয়ারি ১৪, ২০২৫)