ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে দুই ডাকাত আটক
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
আটককৃতরা হলো-জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের গাফফার মিয়ার ছেলে ফোরকান (৩২) ও চাঁদপুর জেলার হাইমচর থানাধীন উত্তর বগুলা এলাকার জমির আলী হাওলাদারের ছেলে ইমরান (২৬)।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোররাত পৌনে চারটার দিকে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মোড়াকাঠি এলাকার জামাল সরদারের বসত ঘরে ১৪/১৫ জনের ডাকাতদল হানা দেয়। এসময় ডাকাতদলের সদস্যরা ভেতরে প্রবেশ করলে ঘরের বাসিন্দারা টের পেয়ে ডাকচিৎকার শুরু করে। এতে ডাকাতদলের সদস্যরা ক্ষিপ্ত হয়ে বাড়ির বাসিন্দা জামাল সরদার তার মেয়ে মনি বেগম ও ইতালি প্রবাসী মেয়ে জামাই রাশেদ খানকে মারধর করে আহত করে। একপর্যায়ে ডাকাত দল আলমিরা ভেঙ্গে নগদ ১০ লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এদিকে স্থানীয়রা বাড়ির বাসিন্দাদের ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে আসে এবং ধাওয়া দিয়ে ফোরকান ও ইমরান নামের দুই ডাকাতকে আটক করে। এসময় তাদের সাথে থাকা অন্য ডাকাতরা পালিয়ে যায়।
বাড়ির বাসিন্দা জামাল সরদার জানান, আটক ডাকাতদের কাছ থেকে লুটের ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উজিরপুর মডেল থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
(টিবি/এসপি/জানুয়ারি ১৪, ২০২৫)