মো: শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ যুবলীগের সভাপতি সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ভাটারা থানার পরিদর্শক সুজন হক এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় রাজধানির ভাটারা, যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে ভাটারা থানার একটি মামলায় আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মতিউর রহমান মতি নারায়ণগঞ্জ- ৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের একান্ত আস্থাভাজন ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি স্বপরিবারে আত্মগোপনে চলে যান। এরপর নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ডজনখানিক মামলা করা হয়। এর আগে একটি দুর্নীতি মামলায় কারাভোগ করেন মতি।

দুর্নীতি মামলায় কারাভোগের ব্যাপারে দুদক জানায়, মতিউর রহমান মতির বিরুদ্ধে ছয় কোটি এক লাখ ৭২ হাজার ২৬৫ টাকার সম্পদের তথ্য গোপনসহ ১০ কোটি ৮৬ লাখ পাঁচ হাজার ৬৩৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় ওই মামলায়।

এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাংকে ৮২ কোটি ৫১ লাখ ৪২৪ টাকা জমা করে তার থেকে ৭৪ কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৬৮৯ টাকা উত্তোলন করে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অবস্থান গোপন করারও অভিযোগ আনা হয়।

(ড়এস/এসপি/জানুয়ারি ১৩, ২০২৫)