বরিশালে রমজান হত্যা মামলায় দুই ভাই গ্রেপ্তার
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : নগরীর কাউনিয়া থানাধীন পলাশপুর এলাকার বাসিন্দা রিকশা চালক রমজান মৃধা (৩০) হত্যা মামলার প্রধান দুই আসামি দু’ভাইকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ এর সদস্যরা।
আজ সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৮ এর মিডিয়া সেল।
সূত্রমতে, ঢাকার সাভার থানাধীন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-নগরীর কাউনিয়ার পলাশপুর এলাকার বাসিন্দা আব্দুল মালেক (৪৫) ও তার ছোট ভাই আব্দুল কাদের (৪০)।
সূত্রে আরও জানা গেছে, গত বছরের ২৯ সেপ্টেম্বর সকাল সাতটার দিকে স্থানীয় মামুন নামের এক ব্যক্তি বাসা থেকে রমজানকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে রমজানের সাথে তার স্বজনদের কারো কোনো যোগাযোগ হয়নি। ১ অক্টোবর বিকেলে কাউনিয়ার পলাশপুর ৭ নম্বর গুচ্ছগ্রামের একটি ডোবার মধ্য থেকে রমজান মৃধার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত রমজানের মা বেবী বেগম বাদি হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী পুলিশের কর্মকর্তা মামলাটি তদন্ত করে মালেক ও কাদেরের হত্যাকান্ডের ঘটনায় সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করে এবং তাদের গ্রেপ্তারের জন্য র্যাব-৮ এর অধিনায়কের কাছে অভিযোপত্র পাঠায়। তারই ধারাবাহিকতায় র্যাব-৮ এর সদর কোম্পানি ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ঢাকার সাভার থানাধীন এলাকা থেকে মালেক ও কাদেরকে গ্রেপ্তার করেন।
কাউনিয়া থানার ওসি মো. নাজমুল নিশাত জানান, র্যাবের সহযোগিতায় রমজান মৃধা হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে।
ওসি আরও জানান, এ নিয়ে রমজান হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
(টিবি/এসপি/জানুয়ারি ১৩, ২০২৫)