শাহনাজ পারভীন, বকশীগঞ্জ : জামালপুরের বকশীগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার দুপুরে বৃক্ষরোপন কর্মসূচির ও পরিচ্ছন্নতা অভিযান উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচির ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা।

এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাবীবুর রহমান সুমন, উপজেলা পরিসংখ্যান অফিসার রাফিউজ্জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

(এসপি/এসপি/জানুয়ারি ১৩, ২০২৫)