আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক এনজিও কর্মী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মুমুর্ষ অবস্থায় স্ত্রীকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামের মৃত নারায়ণ চন্দ্র হালদারের ছেলে স্থানীয় এনজিও কর্মী ও দুই সন্তানের জনক নরেন্দ্র নাথ হালদার রবিবার সন্ধ্যায় স্ত্রী রীনাকে নিয়ে মোটরসাইকেল যোগে পয়সা বন্দরে যাচ্ছিলেন। পথিমধ্যে আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুঠিবাড়ি এলাকায় অবৈধ নসিমন ও বালু টানা ট্রলির মুখোমুখি সংঘর্ষের মধ্যে পরে নরেন্দ্র নাথের বহনকারী মোটরসাইকেল। নসিমন ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ছিটকে পরে ঘটনাস্থলেই নিতহ হন নরেন্দ্র নাথ হালদার (৫০)। মুমুর্ষ অবস্থায় স্ত্রী রীনাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। নরেন্দ্র নাথ মাহিলাড়া এলাকায় স্থানীয় একটি এনজিওতে কর্মরত ছিলেন। তার আগে তিনি এনজিও কারিতাস কর্মরত ছিলেন।
ঘটনার সত্যতা স্বীকার করে থানা অফিসার ইন চার্জ মো. অলিউল্লাহ বলেন ঘটনাস্থলে গিয়ে পুলিশ নসিমন আটক করলেও ঘাতক ট্রলি আটক করতে পারেনি। ট্রলিটি আটকের চেস্টা চলছে। পরবর্তি আইনী ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।
(টিবি/এসপি/জানুয়ারি ১৩, ২০২৫)