দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
শাহ্ আলম শাহী, দিনাজপুর : অনিয়ম আড়াল করতে অডিট টিমকে ঘুষ লেনদেন এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে অভিযান চালিয়ে দুদক।
রবিবার (১২ জানুয়ারি) বিকালে দুর্নীতি দমন কমিশন-দুদক দিনাজপুর জেলা এ অভিযান পরিচালনা করে। অভিযোগের সত্যতা পেয়েছেন বলেও জানিয়েছে, দুর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা কার্যালযয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন।
তিনি জানিয়েছেন, অভিযান চলাকালে এনফোর্সমেন্ট টিম, অভিযোগে উল্লেখিত ব্যাংক বিবরণী পর্যালোচনা করে ঘুষ লেনদেনের প্রাথমিক সত্যতা পেয়েছে। কেনাকাটার বিভিন্ন অনিয়ম সংক্রান্ত বিষয়ে টিম এ সংক্রান্ত বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করেছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সহকারী পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন-এর নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে।
তবে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ এ বিষয়ে মুখ খুললেও কৌশলে তা ধামাচাপা দেয়ার অপচেষ্টা চালিয়েছে।
(এসএএস/এএস/জানুয়ারি ১৩, ২০২৫)