শাহ্ আলম শাহী, দিনাজপুর : তীব্র শীতে বিপর্যস্ত  হতদরিদ্র-ছিন্নমূল ও খেটে খাওয়া শ্রমজীরী মানুষকে একটু উষ্ণতা দিতে পাশে এসে দাঁড়িয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। এসব অসহায় মানুষের হতে তুলে দিয়েছে শীতবস্ত্র কম্বল। এতে কিছুটা হলেও স্তস্তি ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন তারা। সেই সঙ্গে অসয়ায়-দরিদ্র শীতার্ত মানুষের পাশে ট্রাই ফাউন্ডেশন দাঁড়ানোয় এমনি মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিশিষ্ট সুধীজনেরা।

আজ রবিবার সকালে দিনাজপুর শহরের চাউলিয়াপট্রিস্থ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্টাফ কোয়ার্টার মাঠে ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন (ক্রাইম এন্ড অপস)।
আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহনের সভাপতিত্বে কম্বল বিতরণী উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, চাউলিয়াপট্রি-পাহাড়পুর মিলানায়তন সমিতি, দিগন্ত শিল্পী গোষ্ঠী ও হামিদুর রহমান পাঠাগারের সাধারণ সম্পাদক আবু রইস ডিয়ার ও শিক্ষাবিদ কবির মাষ্টার।

চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বোচাগঞ্জ আশ্রয় সংঘের কর্মকর্তা জুয়েল, সাংবাদিক বাবু আহম্মেদ, যুবনেতা রানা হোসেন, কিশোরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

শীতার্তদের মাঝে ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় শীতবস্ত্র কম্বল বিতরণ মহতি উদ্যোগ ও মানবতার নিদের্শন বলে বক্তারা অবহিত করেছেন।

শীতবস্ত্র বিতরণীর উদ্বোধনি অনুষ্ঠানে বক্তারা বলেন, "ট্রাই ফাউন্ডেশন দেশের উন্নয়ন বাস্তবায়ন ও মানবতার সেবায় নীরব ভাবে কাজ করে যাচ্ছে। মানবতার উন্নয়ন ও মনন বিকাশের কাজ করে যাওয়ার পাশিপাশি দুঃস্থ-অসহায় দরিদ্রদেরও সহায়তা দিচ্ছে ট্রাই ফাউন্ডেশন। ট্রাই ফাউন্ডেশনের মহতি উদ্যোগ অব্যাহত রেখে সাধারণ-অসহায়-দরিদ্র ও দুঃস্থদের পাশে ধনি ও ধনার্ঢ্য ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে দুই শতাধিক মানুষকে শীতবস্ত্র কম্বল দেওয়া হয়। ভবিষ্যতেও নানাভাবে সহায়তা কার্যক্রম নিয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে,ট্রাই ফাউন্ডেশন এবং আমার চ্যানেল আই দর্শক ফোরাম।

(এসএস/এসপি/জানুয়ারি ১২, ২০২৫)