সালথায় মানব কল্যাণ ফোরামের শীতবস্ত্র বিতরণ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : যুব উলামা কেরামের তত্ত্বাবধানে পরিচালিত সেবামূলক সংগঠন বাংলাদেশ মানব কল্যাণ ফোরামের উদ্যেগে ফরিদপুরের সালথায় গরীব অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে দেড় শতাধিক দরিদ্র মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সালথা মডেল মসজিদের ইমাম মুফতী রবিউল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন বাংলাদেশ মানব কল্যাণ ফোরামের সভাপতি মুফতী মাসউদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানব কল্যাণ ফোরামের সাধারণ সম্পাদক কাজী মোঃ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতী মোঃ জসিম উদ্দিন, মাওলানা জিনাত আলী, মাওলানা নিছারুদ্দীন, মাওলানা ওয়াহিদুজ্জামান প্রমুখ।
(এএনএইচ/এএস/জানুয়ারি ১১, ২০২৫)