ফরিদপুরে উদীচি শিল্প গোষ্ঠীর পঞ্চদশ জেলা সম্মেলন
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে উদিচি শিল্পী গোষ্ঠীর পঞ্চদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল দশটায় শহরের জেলা শিল্পকলা একাডেমী হলে বাংলাদেশ উদিচি শিল্পীগোষ্ঠী ফরিদপুর জেলা সংসদ এ উপলক্ষে দিনব্যাপীর বিভিন্ন কর্মসূচি আয়োজন করে।
ফরিদপুর জেলা উদীচির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মোতালেব এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি মোহাম্মদ নাজমুল ইসলাম , বিশেষ অতিথি ছিলেন আজমির তারেক চৌধুরী, উদিচি শিল্প গোষ্ঠীর সহ-সভাপতি এডভোকেট তৌহিদুল ইসলাম স্ট্যালিন, খেলাঘর আসরের সভাপতি আলতাফ আহমেদ, সুনিয়ম নাট্য চক্র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ প্রমুখ। এ সময় উদীচির অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ওই সাংস্কৃতিক সংগঠনটির ফরিদপুর জেলা সংসদের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়। এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উদীচি শিল্পী গোষ্ঠী।
(আরআর/এএস/জানুয়ারি ১০, ২০২৫)