রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : টঙ্গী ইজতেমায় হামলা ও খুনের ঘটনার প্রতিবাদে ফরিদপুরে সর্বস্তরের ওলামা মাশায়েখ, তাবলীগের সাথী ও তৌহিদি জনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার জুম্মার জামাজের পর ফরিদপুর শহরের আলিপুর গোরস্থান জামে মসজিদের সামনে টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থী খুনিদের সন্ত্রাসী হামলা, হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে ওই কর্মসূচির আয়োজন করা হয়।

ইমাম কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি ও শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী কামরুজ্জামান এর সভাপতিত্বে এবং যুব ওলামা কল্যাণ পরিষদের সভাপতি শামসুল হক এর সঞ্চালনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, ইমাম কল্যাণ ফাউন্ডেশন এর সহ-সভাপতি মো. আমজাদ হোসেন, মাওলানা মনসুর আহমেদ, মাওলানা আব্দুর রউফ, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা কবির আহমেদ , হাফেজ মোহাম্মদ মোস্তফা, মাওলানা ইয়াকুব আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গত ১৭ ডিসেম্বর‌ টঙ্গীতে বিশ্ব ইজতেমায় সাদ পন্থীদের হামলায় নিরীহ তিনজন ‌ সাধারণ মুসল্লী শহীদ হয়েছেন। ওই ঘটনায় জড়িত সাদপন্থীদের আগামী এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করার জন্য সরকারের নিকট দাবি জানান তারা।

বক্তারা বলেন, এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং তাদের শাস্তি প্রদান করতে হবে। ফরিদপুরে যদি কেউ এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে ‌তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সমস্ত সন্ত্রাসীদের কোনোভাবে প্রশ্রয় দেয়া যাবে না বলেও উল্লেখ করেন বক্তারা। এরপর আলিপুর গোরস্থান মসজিদ থেকে একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

(আরআর/এসপি/জানুয়ারি ১০, ২০২৫)