পঞ্চগড়ের পল্লীতে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ের প্রত্যন্ত পল্লী সাতমেরা ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে গোয়াল ঝার যুবসমাজ আয়োজিত শীতকালীন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
আজ শুক্রবার বিকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রবিউল ইসলাম (রবি)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতমেরা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মো. আতাউর রহমান।
এছাড়া সাতমেরা ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর আলম সিদ্দিক (বকুল), অবসর প্রাপ্ত শিক্ষক হাসান আলী ও আসাদুজ্জামান, ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক ও হকিকুল ইসলাম উপস্তিত ছিলেন। যুবসমাজের পক্ষে উপস্থিত ছিলেন মো. হাবিবুর রহমান।
টুর্নামেন্টের ব্যবস্থাপনায় রয়েছেন মনোয়ার ফুটবল একাডেমির পরিচালক মনোয়ার হোসেন। উদ্বোধনী ম্যাচে বেঙ্গুপাড়া ফামিম স্পোর্টিং ক্লাবকে ২-০ সেটে হারিয়ে বিজয়ী হয়েছে ষড়ঋতু জগদল পঞ্চগড়।
(এআর/এসপি/জানুয়ারি ১০, ২০২৫)