মহম্মদপুর প্রতিনিধি : "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব উপলক্ষে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মাগুরার শালিখা উপজেলার বুনাগাতীতে স্থানীয় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা খাতুন।

ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পল্লী পিপিল এর সাধারণ সম্পাদক দিলারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনায় করেন পিপিডিএফ এর নির্বাহী পরিচালক মোঃ আরশ আলী।

এ সময় উপস্থিত ছিলেন ডিপি ডি এফ এর সভাপতি মোহাম্মদ আশিকুজ্জামান, সাবেক ইউপি সদস্য নুর মিয়া মোল্লা, মোঃ মান্নান মোল্লা, পরশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী, মোহাম্মদ মহিদুল ইসলাম প্রমূখ।

দরিদ্র পরিবার গুলো শীতবস্ত্র কম্বল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। শীতবস্ত্র কম্বল বিতরণের সহযোগিতায় ছিলেন পল্লী পিপিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন শালিখা।

(বিএস/এসপি/জানুয়ারি ০৯, ২০২৫)