আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : তিন শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলার গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যরা।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার টিএন্ডটি মোড়ে সংগঠনের কার্যালয়ে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো.্ আবু আবদুল্লাহ খান।

এসময় অন্যান্যদের মধ্যে সংগঠনের সভাপতি শাকিল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এইচএম সানাউল, প্রচার সম্পাদক তুহিন ইসলাম, সাবেক অর্থ সম্পাদিক শ্রাবনী দাসসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/জানুয়ারি ০৯, ২০২৫)