পঞ্চগড়ে তারণ্যের উৎসব: আমার স্কুল, পরিচ্ছন্ন স্কুল
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' শিরোনামে পঞ্চগড় জেলা প্রশাসন আয়োজিত উৎসবের দ্বিতীয় ইভেন্ট "আমার স্কুল, পরিচ্ছন্ন স্কুল" আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। এই ইভেন্টটি বাস্তবায়ন করছে উত্তরণ নামের একটি সামাজিক সংগঠন।
পঞ্চগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় -২ প্রাঙ্গনে এই ইভেন্টের প্রারম্ভিক সূচির আনুষ্ঠানিকতা শুরু করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো.সাবিত আলী। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল। সঞ্চালায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোকাদ্দেসুর রহমান সান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির হোসাইনসহ প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পঞ্চগড় জেলার ৫টি উপজেলার ৪৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার প্রতিটি, স্কুল, কলেজ ও মাদ্রাসায় এই ইভেন্ট চলবে। যা নিয়মিত কাজের মধ্যে গণ্য হবে। গত ৩০ ডিসেম্বর শুরু হওয়া তারণ্যের উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল ৩ জানুয়ারি পঞ্চগড় স্টেডিয়ামে। ওইদিন জেলা প্রশাসক মো. সাবেত আলী প্রধান অতিথি হিসেবে উৎসবের সাফল্য কামনা করে বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
ইভেন্ট টু বাস্তবায়ন কাজে আত্মনিয়োগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা সম্বন্বয়ক মো.ফজলে রাব্বী ও উত্তরণের সাধারণ সম্পাদক মোকাদ্দেসুর রহমান সান। উৎসব ইভেন্ট ৩ - "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ "অনুষ্ঠিত হবে ১৪ জানুয়ারি মঙ্গলবার। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পঞ্চগড় সার্কিট হাউজে অনুষ্ঠিত এই ইভেন্ট বাস্তবায়ন করবে, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর পঞ্চগড়।
(এআর/এএস/ জানুয়ারি ০৯, ২০২৫)