কিশোরগঞ্জে প্রতিবন্ধী দিবস উপলক্ষে শোভাযাত্রা
কিশোরগঞ্জ প্রতিনিধি: “টেকসই উন্নয়ন: প্রযু্িক্ত প্রসারণ” এ স্লোগানে আজ বুধবার কিশোরগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
জেলা প্রশাসক এস.এম আলমের নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী ও প্রতিবন্ধীরা অংশ গ্রহণ করেন। কালেক্টরেট প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে সরকারি শিশু পরিবারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সরকারি শিশু পরিবার মিলনায়তনে জেলা সমাজ সেবা অধিদপ্তর থেকে ১০ জন প্রতিবন্ধীকে ১০ টি হুইল চেয়ার প্রদান করা হয়।
(পিকেএস/এসসি/ডিসেম্বর০৩,২০১৪)