চেয়ারম্যান এস এম রুহুল আমিনের স্মরণসভা ও দোয়া মাহফিল
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান এস এম রুহুল আমিন (বিস্কুটের) স্মরণসভা ও দোয়া মাহফিল বুধবার বিকালে গাবতলা বাজারে অনুষ্ঠিত হয়েছে।
সমাজসেবক এস এম রুহুল আমিন বিস্কুটের স্মরণ সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এবং দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নেতৃবৃন্দ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব, এস এম রবিউল ইসলাম নয়ন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে এবং আসন্ন নির্বাচনে সবাইকে এক হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।স্থানীয় বিএনপি নেতা বাবু শিকদার এর সভাপতিত্বে যুবদল নেতা শেখ শাহানুর আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য মোঃ হালিম বিশ্বাস,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মোঃ আক্কাচ শেখ,আমজাদ হোসেন মোল্লা,ইউপি সদস্য সৈয়দ ফরহাদ আলী,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দক্ষিণ মাগুরা ইউনিটের সদস্য সচিব,জাকির মৃধা প্রমুখ।
(বিএসআর/এএস/জানুয়ারি ০৮, ২০২৫)