কুষ্টিয়ায় জেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ
মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ায় জেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির ত্যাগী ও পদবঞ্চিত নেতা-কর্মীরা।
আজ বুধবার দুপুরে শহরের ইসলামিয়া কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মজমপুর রেল গেটে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ত্যাগী ও পদবঞ্চিত নেতারা বলেন, বিগত ১৫ বছর আওয়ামী দুঃশাসনে নির্যাতিত নিষ্পেষিত নেতাদের বাদ দিয়ে জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। যারা এই কমিটিতে পদ পেয়েছেন তাদের দীর্ঘ ১৫ বছর আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এ কারণে অবিলম্বে আহবায়ক কমিটি বাতিল করে দলের ত্যাগী নেতাদের নিয়ে নতুন করে কমিটি গঠনের দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামিমুল হাসান অপু, যুগ্ম সম্পাদক কাজল মজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, মেজবাউর রহমান পিন্টু, জেলা কৃষক দলের সাবেক সভাপতি গোলাম কোবিরসহ অন্যান্য নেতারা।
এর আগে গত সোমবার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ১২টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অবিলম্বে কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির পদ বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীরা।
(এমজে/এসপি/জানুয়ারি ০৮, ২০২৫)