সুবর্ণচরে বায়তুশ সাইফ ইসলামিয়া মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলা চরজব্বর ইউনিয়নের সমিতির বাজারে অবস্থিত সাইফিয়া দরবার শরীফ কৃর্তক পরিচালিত ঐতিহ্যবাহী দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান বায়তুশ সাইফ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় নতুন সবক, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা কৃর্তপক্ষ।
বায়তুশ সাইফ ইসলামীয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোঃ মনিরুজ্জামান জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাইফিয়া দরবার শরীফ লক্ষীপুর এর পীর সাহেব আলহাজ মাওলানা শাহ মুহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দীকি আস-সাইফি, বিশেষ অতিথি, চরজব্বর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ শাহজাহান, উত্তর বাগ্যা সমিতির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা লোকমান হোসেন, সমাজ সেবক মাওলানা আবু তাহের চৌধুরী, অজি উল্যাহ মিয়া, মাদ্রাসার ভূমিদাতা হাজি কালা মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, সুশিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হলে শিক্ষার বিকল্প কিছু নেই, ইসলামী শিক্ষা গ্রহণ করলে দুনিয়া ও আখিরাতে দোজাহানে শান্তি মিলে। প্রতিটি শিক্ষার্থীকে অভিভাবকগন পড়াশুনার খোঁজ খবর রাখা জরুরী, তাহলে উচ্চতর পড়াশুনা থেকে শিক্ষার্থীরা কখনো ঝরে পড়বেনা। পরে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
(এস/এসপি/জানুয়ারি ০৮, ২০২৫)