তারাকান্দায় সেনাপ্রধানের মহড়া পর্যবেক্ষণ
শফিকুল ইসমাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ পদাতিক ব্রিগেডের বাৎসরিক যৌথ প্রশিক্ষণ মহড়া পর্যবেক্ষণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ বুধবার বিকালে উপজেলার কাকনী-শিমুলিয়া এলাকায় অনুষ্ঠিত ওই মহড়ায় সেনা প্রধানের সাথে পর্যবেক্ষণে ছিলেন এসবিপি, ওএসপি, এসজিপি এবং পিএসসি।
মহড়া শেষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। প্রতি বছরের ন্যায় এ বছরও সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের সেনাসদস্যরা শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে। সেনাবাহিনীর পক্ষ হতে এ ধরনের উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা। ভবিষ্যতেও, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে ১৯ পদাতিক ডিভিশন এধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সেনাবাহিনী প্রধান।
এসময় সেনাবাহিনী সদরদপ্তরের মাষ্টার জেনারেল অব অর্ডন্যান্স, জেনারেল অফিসার কমান্ডিং ১৯ পদাতিক ডিভিশন এবং ঘাটাইল এরিয়া কমান্ডার উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ৭৭ পদাতিক ব্রিগেডের কমান্ডার ও ঘাটাইল অঞ্চলের অন্যান্য সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
(এসআই/এসপি/জানুয়ারি ০৮, ২০২৫)