ফরিদপুরে পাঁচ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ মা-ছেলের
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : প্রায় পাঁচ মাস যাবত ফরিদপুরের সাদিপুরের স্থানীয় কালাম শেখ (৬০) এর নিখোঁজ স্ত্রী গৃহবধূ নাজমা বেগম (৩০) ও তার ১১ বছরের পুত্র সন্তান রহিম শেখের সন্ধান মেলেনি।
আজ বুধবার ফরিদপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের এসব বিষয়ে অবগত করে উদ্বেগ প্রকাশ করেন কালাম শেখ।
তিনি জানান, গত বছরের ২২ জুলাই সন্ধ্যা সাতটায় তার স্ত্রী নাজমা বেগম (৩০) পুত্র সন্তান রাহিম শেখ (১১)কে সাথে নিয়ে কাউকে কিছু না জানিয়ে নিজ বসত বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তারা আর বাসায় ফিরেনি। এমনকি কোনো আত্নীয় স্বজনের বাড়িতেও খোঁজ মিলেনি তাদের। স্ত্রী-পুত্র নিখোঁজের খবর পেয়ে বাড়িতে এসে স্ত্রী ও সন্তানকে আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোথাও পাননি তিনি। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন গত ৫ সেপ্টেম্বর। কিন্তু পুলিশও তাদের কোন সন্ধান দিতে পারেনি এখনও।
কালাম শেখ তার স্ত্রী-পুত্রের সন্ধান পেতে সাংবাদিকদের মাধ্যমে এসব ব্যাপারে ফরিদপুরের স্থানীয় প্রশাসন ও দেশবাসীর সহযোগিতা কামনা করে কান্না জড়িত কন্ঠে বলেন, 'আমি আমার স্ত্রী-পুত্রকে দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছি দিনের পার দিন। আমি তাদের ফিরে পেতে চাই।’
(আরআর/এসপি/জানুয়ারি ০৮, ২০২৫)