মহম্মদপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। ৭জানুয়ারি বিকালে নহাটা বাজারে অবস্থিত বিএনপি দলীয় কার্যালয়ের সামনে
এ দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেন,ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব এস এম রবিউল ইসলাম নয়নের পিতা বিএনপি নেতা মোঃ আক্কাচ শেখ।
এ সময় উপস্থিত ছিলেন নহাটা ইউনিয়ন পরিষদের সদস্য বিএনপি নেতা ফারুক হোসেন, সৈয়দ ফরাদ আলী,জাহিদুল ইসলাম,মারুফ হোসেন, যুবদল নেতা শেখ শাহানুর আলমসহ ছাত্রদল যুবদল ও বিএনপি'র অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(বিএসআর/এএস/জানুয়ারি ০৮, ২০২৫)