স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় জেলা শহরে প্রাণ কেন্দ্র নজরুল পাঠাগারের সামনে চলন্ত বাসের চাঁপায় ঘটনাস্থলে নিহত হয়েছেন মালা (৪৩) নামের এক এনজিও কর্মী। আহত হয়েছে কমপক্ষে আরও ১৫ জন। আহতরা পঞ্চগড় আধুনিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

দুর্ঘটনাটি ঘটেছে ৭ জানুয়ারি বিকাল সোয়া পাঁচটার দিকে।নিহত মালার স্বামী মো.সামছুজ্জোহা তরুণ, পঞ্চগড় ধাক্কামারী এলাকার বাসিন্দা। সে ডিস ব্যবসার সাথে জড়িত, নিহত মালা এনজিও 'আশা'র অফিসার ছিলেন। তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ঘাতক বাসটি ব্রেক ফেল করায় এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পঞ্চগড় সদর থানার অফিসার

এস এম সোহরাওয়ার্দী (তদন্ত) বলেন, ঘাতক মিনিবাস নোসাইব পরিবহন জব্দ করা হয়েছে, হেলপার আটক,ড্রাইভার পালিয়েছে।

(এআর/এএস/জানুয়ারি ০৭, ২০২৫)