ফরিদপুর প্রতিনিধি : খাদ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক এস এ কে আজাদের বিরুদ্ধে আলফাডাঙ্গা পৌরসভার সদ্য অপসারিত মেয়র আলী আকসাদ জন্টু সংবাদ সম্মেলন করেছে।

আজ মঙ্গলবার আলফাডাঙ্গা পৌর সদর বাজারে রেড চিলি রেষ্টুরেন্টে দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে আলী আকসাদ জন্টু তার লিখিত বক্তব্যে সংবাদ সম্মেলনে খাদ্য অধিদপ্তরের সাবেক পরিচালক এস একে আজাদ এর প্রতারণার বিষয়টি তুলে ধরেন।

আলি আকসাদ ঝন্ঠু বলেন, এস একে আজাদ জমি ও ঢাকার ফ্লাট বিক্রির জন্য তার থেকে ২.৬০কোটি টাকা নেয়। রেজিষ্ট্রি করতে দেরি হলে সে আমাকে সমপরিমাণ টাকার একটি চেক দেয়। কথা ছিল, আমি নগদ টাকা পরিশোধ করে দিলে চেকটি ফেরত দিবেন। পরবর্তীতে আমি সমূদয় অর্থ পরিশোধ করে দিলেও সে আমাকে চেকটি ফেরত দিতে কালক্ষেপণ করে। চেকটি তিনি সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিয়ে ডিসঅনার করাতে পারে বিধায় ব্যাংকের ম্যানেজারের নিকট আবেদন করে চেকটি স্টপ পেমেন্ট করি। পরবর্তীতে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে চেকটি ফেরত পাওয়ার জন্য লিগ্যাল নোটিশ পাঠালেও কোন জবাব দেয়নি। বাধ্য হয়ে তার বিরুদ্ধে চেক উদ্ধারের স্বার্থে আদালতে মামলা দায়ের করি।

এদিকে আমি আইনি পদক্ষেপ গ্রহণ করায় এস একে আজাদ আমার প্রতিপক্ষের প্ররোচনায় আমার বিরুদ্ধে গত ৪ জানুয়ারী একটি মিথ্যা ভিত্তিহীন বানোয়াট সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যাচার করেন, যা আমার জন্য সম্মানহানিকর এবং রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি আগেই আইনগত আশ্রয় গ্রহন করেছি যার দালিলিক প্রমান আপনাদের সামনে তুলে ধরেছি। সে একজন সাবেক সরকারি কর্মকর্তা হয়ে ও যে এত বড় প্রতারণা করবে সেট আমি আগে বুঝতে পারি নাই। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বলতে চাই আমি টাকা ফেরত অথবা আমার জমি রেজিস্ট্রি করে দেয়।

এবিষয়ে খাদ্য অধিদপ্তরের সাবেক কর্মকর্তা এস এ কে আজাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তা সম্ভব হয়নি। এসময় সংবাদ সম্মেলনে বিভিন্ন ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

(টিইউ/এসপি/জানুয়ারি ০৭, ২০২৫)