রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : এডভোকেট নিয়াজ মোহাম্মদ মাহাবুব'কে আহ্বায়ক ও এডভোকেট মো. ফারুক হোসেন তপাদার'কে সদস্য সচিব করে সাউথইস্ট ইউনিভার্সিটি ল'ইয়ার্স এসোসিয়েশন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট শাখার দুই সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে এসোসিয়েশনের পূর্বনির্ধারিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে উপরোক্ত আহ্বায়ক কমিটিটি গঠিত হয়। নতুন নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ আগামী ৩০ দিনের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানিয়েছেন ওই কমিটির সদস্য সচিব এডভোকেট মো. ফারুক হোসেন তপাদার।

(আরআর/এএস/জানুয়ারি ০৭, ২০২৫)