পঞ্চগড়ে সাবু মেম্বার ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ে সাবু মেম্বার ব্যাডমিন্টন টুর্নামেন্টের ব্যাডমিন্টনের কোয়ার্টার, সেমি ও ফাইনাল ম্যাচ ৬জানুয়ারি সোমবার রাতে ব্যারিস্টার জমির উদ্দীন সরকার ইনস্টিটিউট (ডিগ্রী)মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ব্যারিস্টার বাজার যুব সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত টুর্নামেন্টে এইদিন মাঠে নামে ঠাকুরগাঁও জেলার নেকমরদের বাবা ট্রেডার্স,পঞ্চগড় জেলার বোদা উপজেলার শাহাবুদ্দিন একাদশ, বাবা ট্রেডার্স টু, ইমন একাদশ, টুনিরহাট লাল তরুণ স্পোর্টিং ক্লাব, মিডিয়াম আইটি ও হৃদয় একাদশ। প্রথম সেমিফাইনালে মিডিয়াম আইটি পঞ্চগড়কে ২-০ সেটে পরাজিত করে ফাইনাল খেলায় সুযোগ নেয় সাহাবুুদ্দিন একাদশ বোদা। দ্বিতীয় সেমিফাইনালে বাবা ট্রেডার্স ঠাকুরগাঁও ২-০ সেটে লাাল তরুন স্পোর্টিং ক্লাব পঞ্চগড়কে পরাজিত করে ফাইনালে অংশ নেয় ।
ফাইনাল ম্যাচে বাবা ট্রেডার্স নেকমরদ ঠাকুরগাঁওকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে শাহাবুদ্দিন একাদশ বোদা। পঞ্চগড় সদর উপজেলা নির্বাহ অফিসার মো.জাকির হোসেন, প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ক্রীড়া সংগঠক পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল, পঞ্চগড় চেম্বার অব কমার্সের পরিচালক মো নুরুজ্জামান বাবু, ক্রীড়া সংগঠক প্রভাষক মো.আফজাল হোসেন, মো.মোস্তাফিজুর রহমান বাচ্চু,পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ সচিব নয়ন ইসলাম ও পঞ্চগড় স্কেটিং ক্লাব এর পরিচালক মো.হাবিবুর রহমান হাবিব। প্রতিটি ম্যাচে জাতীয় পর্যায়ের রেকিংধারী তারকারা অংশ গ্রহণ করে।
মাঠ পরিচালনা করেন,আবু বারেক লিমন, আইনে শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি দেখভাল করেন রাশেদুল জামান,আশিকুর জামান ও আলিউল আজিম প্রমুখ।
ধারাভাষ্যে ছিলেন রবিউল ইসলাম রবি। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে মুয়াজ ফোরটি প্লাস ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
(এআর/এএস/জানুয়ারি ০৬, ২০২৫)