কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় কেন্দুয়ায় প্রায়ত কবি হেলাল হাফিজের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে  সমকাল সুহৃদ সমবেশ ও কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের যৌথ আয়োজনে এ স্মরণ সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি কবি ইয়াজদানী কোরায়শী। তিনি বলেন, কবি হেলাল হাফিজ ছিলেন বহু মাত্রিক গুণের অধিকারী।

তাঁর কাব্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। স্মরণ সভার বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি স্বাধীন চৌধুরী, নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কবি ও সাংবাদিক মোঃ কামাল হোসাইন, নেত্রকোণা হিমু আড্ডার প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক আলপনা বেগমম, চর্চা সাহিত্য আড্ডা কেন্দুয়ার উপদেষ্টা মীর্জা রফিকুল হাসান, কবি হেলাল হাফিজের অনুজ কবি নেহাল হাফিজ ও সমাজ সেবক ডা: মুখলেছুর রহমান। এছাড়া আবৃত্তি ও আলোচনা করেন কবি মাহবুবা খান দিপান্বীতা, কবি ভূইয়া বুলবুল, কবি কাউসার আহমেদ তালুকদার, কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক সজল কুমার সরকার, উদীচী কেন্দুয়া শাখার সংস্কৃতি বিষয়ক সম্পাদক শিক্ষক তপন চন্দ্র ভদ্র ও কবি অন্তরা আক্তার।

এ সভায় সভাপত্তি করেন কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা। স্মরণ সভায় প্রয়াত কবি হেলাল হাফিজকে শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন স্বরুপ কবি নেহাল হাফিজকে কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশ কেন্দুয়া শাখার আজীবন সদস্য পদের সম্মাননা সনদপত্র তুলে দেওয়া হয়।

(এসবি/এএস/জানুয়ারি ০৬, ২০২৫)