নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় চরযশোরদী ইউনিয়নের অসহায় ও দুস্থদের মাঝে ঢাকা আয়কর আইনজীবি সমিতির সদস্য, মহুরম কুদ্দুস মাস্টারের জ্যোষ্ঠ পুত্র আলহাজ্ব মোঃ কামরুজ্জামানের নিজ অর্থয়নে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

সোমবার (৬ জানুয়ারি) বিকালে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের ছোট শ্রীবরদী গ্রামে কুসুম নিকুঞ্জ ভিলায় হাজী মোঃ কামরুজ্জামান নিজে হাতে উপজেলার চরযশোরদী ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র, অসহায় ও দুস্থদের ২ শত পরিবারের মাঝে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করেন।

এসম অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন চরযশোরদী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য মোঃ নাসির খাঁন, ৩ নং ওয়ার্ডের সদস্য মোঃ সুমন মাতুব্বর, আলামিন হোসেন লিখন,মোঃ হাফিজুর রহমান, ছরোয়ার খাঁন,বিল্লাল মাতুব্বর প্রমুখ।

কম্বল বিতরণের সময় আলহাজ্ব মোঃ কামরুজ্জামান বলেন আমি ছাত্র জীবন হতেই কনো না কনোভাবে মানুষের পাশে দাড়য়ে কাজ করে আসছি, সামনে দিনগুলোতে যাতে এলাকার জনগণের পাশে থাকতে পারি সেই জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন আগামীতে চরযশোরদী ইউনিয়ন বাসীর পাশে থেকে আরো ভালো ভালো কাজ করে সকল শ্রেণির মানুষের সাথে মিলেমিশে থাকতে চাই।

এই তীব্র শীতে আলহাজ্ব মোঃ কামরুজ্জামানের কাছ থেকে কম্বল নিয়ে যাওয়া অসহায় দুস্থ মানুষ গুলো জানায়, শীত উপহার কম্বল পেয়ে সবাই খুশি মনে তার জন্য অনেক অনেক দোয়া করছি।

(পিবি/এএস/জানুয়ারি ০৬, ২০২৫)