‘চোর বিপ্লব কুমারই সাংবাদিকের বাবা-মা ও প্রতিবেশী প্রীতির ওপর হামলাকারী’
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের মধুখালীতে আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক সৌগত বসুর বাবা-মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু, মা-কাকলী বসু ও প্রতিবেশী প্রীতি মালোর ওপর হামলা, তাঁদের কুপিয়ে জখমের ঘটনার রহস্য উন্মোচন সহ অভিযুক্ত পল্লব কুমার রায় (১৯) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃত চোর পল্লব কুমারই ওই সাংবাদিকের বাবা-মা ও প্রতিবেশী প্রীতি'র একমাত্র হামলাকারী বলেও জানিয়েছে পুলিশ।
আজ সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১ টায় ফরিদপুর জেলা পুলিশের এক প্রেস ব্রিফিং এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ফরিদপুর জেলার মধুখালী থানাধীন ডোমাইন পূর্বপাড়ায় সাংবাদিক সৌগত বসুর বসতবাড়িতে অজ্ঞাত চোর চুরির উদ্দেশ্যে সংগোপনে গৃহ প্রবেশ করে বাদীর পিতা সহ তিনজনকে জখম করার মামলায় আসামি গ্রেফতার ও আলামত উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এ সময় সাংবাদিকদের ওই মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য দেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল।
এসময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা সহ ফরিদপুর জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ ও ফরিদপুর কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, ডুমাইনের তিনজনকে জখম করার মামলায় গত ৪ জানুয়ারি দিবাগত রাতে মধুখালী, বালিয়াকান্দি ও শ্রীপুর থানার সীমান্তবর্তীসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।পরিচালনাকালে মধুখালী থানাধীন ডুমাইন খেয়াঘাট এলাকা থেকে আসামি পল্লব কুমার রায় (১৯)কে গ্রেফতার করা হয়। সে মধুখালী থানার ডুমাইন বটপাড়া এলাকারশ্রী পরিমল কুমার রায়ের ছেলে।
আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেফতারকৃত পল্লব কুমার রায় (১৯) ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জানায় নেশা করার টাকা সংগ্রহ করার জন্য চুরির উদ্দেশ্যে বাদীর বাড়ীতে অবৈধভাবে প্রবেশ করেছিলো। শ্যামলেন্দু বসু তাকে দেখে ফেলায় শ্যামলেন্দু বসু, তার স্ত্রী কাকলী বসু ও প্রতিবেশী প্রীতি মালোকে স্টিলের লাঠি দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। ঘটনায় ব্যবহৃত স্টিলের লাঠি ও সোল বাদীর বাড়ী থেকে জব্দ করা হয়। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট আসামী তার নিজের দোষ স্বীকার করে সিআরপিসি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
উল্লেখ্য যে, ঘটনাস্থল থেকে যে সোল জব্দ করা হয় সেটা ভিকটিমের বাড়ীর। ভিকটিম শ্যামলেন্দু বসু বাড়ীতে প্রবেশ করা অজ্ঞাত ব্যক্তিকে খুঁজতে গেলে ঐ সোল হাতে নেন। সোল হাতে ভিকটিম শ্যামলেন্দু বসু নীচবতলায় খোঁজাখুঁজি করে কাউকে না পেয়ে দোতলায় যান। দোতলায় উঠা মাত্রই সেখানে লুকিয়ে থাকা আসামী পল্লব কুমার রায় (১৯) ভিকটিমকে স্টিলের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে বারান্দায় পড়ে যান এবং হাতে থাকা সোল ছিটকে গড়ে যায়। আসামী পল্লব বর্তমানে জেল হাজতে আটক আছে বলেও জানায় পুলিশ।
(আরআর/এসপি/জানুয়ারি ০৬, ২০২৫)