স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ে সাবু মেম্বার ব্যাডমিন্টন টুর্নামেন্টের তৃতীয়তম ব্যাডমিন্টনের উদ্বোধনী আসর ৫জানুয়ারি রবিবার  সন্ধা সাড়ে সাতটায় পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দীন সরকার ইনস্টিটিউট (ডিগ্রী) মাঠে উদ্বোধন হয়েছে। ব্যারিস্টার বাজার যুব সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত টুনামেন্টের উদ্বোধন করেন পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ,ম্যাচ ওপেনিংয়ে মাঠে নামে পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটার বনাম মিডিয়াম আইটি।

ব্যারিস্টার জমির উদ্দীন সরকার ইন্সটিটিউটের অধ্যক্ষ কাজী মো.কায়েদ- ই-আজম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটার ও ষড়ঋতু জগদল এর প্রতিষ্ঠাতা সভাপতি রহিম আব্দুর রহিম, প্রাবন্ধিক এটিএম মনোয়ার হোসেন .পঞ্চগড় জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও চেম্বার ও কর্মাসের ডিরেক্টর মো.নুরুজ্জামান বাবু, জেলা বিএনপি'র মো.মাহফুজুর রহমান বাবু,পঞ্চগড় ৩নং সদর ইউনিয়ন পরিষদ সচিব নয়ন ইসলাম,দি রেইনবো মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক ইশরাত বিন ইসলাম। ১২টি দল নিয়ে আয়োজিত আসরে নীলফামারী,দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার খেলোয়াড়রা অংশ গ্রহণ করবে। উদ্বোধনী দিনে ৪টি ম্যাচে ৮টি দল তাদের ক্রীড়া নৈপুণ্য প্রর্দশন করেন।

কমিটির প্রধান ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান সাবু জানান, "আমি নিশ্চিত, এবারের টুর্নামেন্টে জাতীয় পর্যায়ের রেকিংধারী তারকারা অংশ গ্রহণ করবে। ৫ ও ৬ জানুয়ারি এই দুইদিন এই টুর্নামেন্ট চলবে।" ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে মুয়াজ ফোরটি প্লাস ব্যাডমিন্টন টুর্নামেন্ট।

(এআর/এএস/জানুয়ারি ০৫, ২০২৫)