মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ রবিবার দুপুরে 'তারুণ্যের উৎসব-২০২৫' উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী।

সভায় বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী,উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব হোসেন খান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল গণি, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা জেলা শাখার সদস্য সচিব মোঃ হুসাইন,সদস্য আহমেদ সাজ্জাদসহ অন্যরা।

প্রস্তুতি সভায় সরকার কর্তৃক নির্ধারিত অনুষ্ঠানমালার সঙ্গে স্থানীয় পর্যায়ের নানা অনুষ্ঠান যুক্ত করে জাঁকজমকপূর্ণভাবে তারুণ্যের উৎসব পালনের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।

(বিএস/এসপি/জানুয়ারি ০৫, ২০২৫)