রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর বাড়ির পাশের একটি পেঁয়াজের খেত থেকে স্থানীয় অ্যাম্বুলেন্স চালক জনৈক মো. কামাল মৃধা (৪২) এর গলাকাটা লাশ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাঙ্গী গ্রামে পিঁয়াজ খেতে পুতে রাখা কামাল মৃধার অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে পুলিশ। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত কামাল মৃধা ভোজেরডাঙ্গী গ্রামের মৃত বিল্লাল মৃধার ছেলে। কামাল ভাড়ায় বেসরকারি অ্যাম্বুলেন্স চালাতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিহত কামালের ছেলে আসলাম মৃধা বলেন, তার বাবা গত ৩০ ডিসেম্বর বিকালে বাজারে চা খাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার আর কোনো সন্ধান পাচ্ছিলেন না পরিবার।

নগরকান্দা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে স্থানীয় কয়েকজন কৃষক ভোজেরডাঙ্গী মাঠের একটি মেঠোপথে ছড়িয়ে-ছিটিয়ে থাকা রক্তের দাগ দেখতে পান। ওই দাগ ধরে এগুতে থাকেন তারা, কিছুক্ষণ যাওয়ার পর পেঁয়াজের জমিতে গিয়ে নতুন মাটি খোঁড়া স্থানে গিয়ে রক্তের দাগ শেষ হয়। কবরের মতো দেখতে ওই স্থান দেখে তাদের সন্দেহ হলে ওইখানের মাটি সরাতে থাকেন তারা। কিছু মাটি সরানোর পর মরদেহের একটি হাত বের হয়ে আসে। পরে তারা গ্রামবাসীদের খবর দেন। গ্রামবাসী পুলিশকে জানালে নগরকান্দা থানা পুলিশ এসে চালক কামালের অর্ধগলিত লাশটি উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ।

আজ রবিবার (৫ জানুয়ারি) বিকাল সোয়া পাঁচটার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি বলে জানিয়েছেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফর আলী। কেউ অভিযোগ করলে মামলা হবে জানিয়ে ওসি সফর আরো জানান, কামাল মৃধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরআর/এসপি/জানুয়ারি ০৫, ২০২৫)