আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলা দলিল লেখক সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার প্রবীন দলিল লেখক মো. নাসির উদ্দিন মিয়ার সভাপতিত্বে বার্ষিক সাধারন সভায় বক্তব্য রাখেন মো. কাওছার হোসেন, সত্য রঞ্জন বিশ্বাস, মো. জামাল খান, কাজী বিপ্লব হোসেন প্রমুখ।

শেষে সর্ব সম্মতিক্রমে প্রবীন দলিল লেখক মো. কাওছার হোসেনকে সভাপতি ও মো. নাসির উদ্দিন মিয়াকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ২০২৫-২০২৮ সালের ৩ বছর মেয়াদী কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি সত্য রঞ্জন বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক মো. জামাল খান, সাংগঠনিক সম্পাদক কাজী বিপ্লব হোসেন, কোষাধ্যক্ষ মো. কেরামত আলী, দপ্তর সম্পাদক মো. ইমন ইসলাম, প্রচার সম্পাদক সজল চন্দ্র দাস, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, দীপক চন্দ্র রুদ্র।

অপরদিকে গৌরনদী উপজেলা দলিল লেখক সমিতির নব নির্বাচিত কার্যকরী কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া সহ অন্যান্যরা।

(টিবি/এসপি/জানুয়ারি ০৫, ২০২৫)