আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : জলবায়ু পরিবর্তন ও মানব পাচারের আন্তঃসম্পর্ক বিষয়ে বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় বরিশালের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা আভাসের আয়োজনে এবং উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় দিনব্যাপী জলবায়ু পরিবর্তন ও মানবপাচাররোধে করণীয় বিষয়ে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য অফিসার রিপন কান্তি, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক সাজ্জাদ পারভেজ, সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, জেলা কর্মসংস্থান জনশক্তির সহকারি পরিচালক কেএস সাহাবুদ্দিন আহম্মেদ প্রমুখ।

(টিবি/এসপি/জানুয়ারি ০৫, ২০২৫)